নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: মাংস বিক্রি করতে গিয়ে আক্রান্ত হল ভগবানগোলার এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ঘটনার পর জিয়াগঞ্জ থানায় ওই যুবকের বাবা অভিযোগ দায়ের করেন। আহত যুবকের নাম রহমতুল্লাহ শেখ(১৯), তাঁর বাড়ি ভগবানগোলা থানার সুবর্ণমৃগী এলাকায়। অভিযোগ, প্রতিদিনের মত রবিবারেও মাংস বিক্রি করার জন্য জিয়াগঞ্জ থানার এনায়েতুলিবাগ ঘোষপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল রহমতুল্লাহ। তখনই তাঁর উপর চড়াও হয় এলাকার কয়েকজন যুবক। রহমতুল্লাহকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এলাকার কয়েকজন মহিলা ওই যুবককে উদ্ধার করতে গেলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দা সিরিনা বেওয়া বলেন, “আমি ঘটনাস্থলে আক্রান্ত ছেলেটাকে বাঁচাতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওরা।”
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাইনুদ্দিন শেখ বলেন, “সম্প্রীতি বজায় রেখে এখানকার বাসিন্দারা চলাফেরা করে। কিছু দুষ্কৃতি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।” ঘটনার পর জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের বাবা আব্দুল মতিন শেখ। তিনি বলেন, “প্রায় ২০ বছর ধরে আমরা মাংস বিক্রি করি শান্তিপ্রিয় জিয়াগঞ্জে, কিন্তু কোন সমস্যা হয়নি। প্রথমবার এরকম ঘটনার সম্মুখীন হলাম আমরা। দুষ্কৃতিদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।” অভিযুক্তরা পলাতক রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশের টহলদারি চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct