আপনজন ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর একটি প্রজননকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪টি ছোট কুকুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চিটোসে শহরের ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, মধ্যরাতের কিছু পর শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপণকর্মীদের প্রায় চার ঘণ্টা লেগেছে। আগুনে বিভিন্ন জাতের ৩৪টি ছোট কুকুর প্রাণ হারিয়েছে।
এছাড়া স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, ওই কেন্দ্রে প্রায় ৭০ থেকে ৮০টি কুকুর রাখা হয়েছিল, যাদের মধ্যে ডাচসুন্ড ও পুডল জাতের কুকুরও ছিল।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কেন্দ্রটির মালিক তদন্তকারীদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি একটি চুলায় ‘কিছু কাঠ যোগ করেছিলেন’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct