আপনজন ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় একেক সময় একেকটা নাম নিয়ে তোলপাড় হয়। আপাতত ক্রিকেট দুনিয়ার সেই তোলপাড় ১৪ বছরের এক কিশোরকে নিয়ে। নাম তাঁর বৈভব সূর্যবংশী। ভারতের এই কিশোর ক্রিকেটার প্রথমে তোলপাড় তোলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে বিক্রি হয়ে। এরপর তাঁকে ঘিরে আলোচনার ঝড় ওঠে আইপিএলের অভিষেকেই ছক্কা মারায়। গতকাল রাত থেকে সূর্যবংশী আলোচনায় আইপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে।
রেকর্ড গড়া সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে জিতিয়েছেন সূর্যবংশী। সেই সেঞ্চুরিও কী দাপুটে, মাত্র ৩৫ বলে ১১ ছয় ও ৭ চারে! শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৮ বলে ১০১ রান করে। এমন একটি ইনিংসের পর পুরো ক্রিকেট বিশ্বই যেন মেতেছে সূর্যবংশী–বন্দনায়। এই বন্দনার মধ্যেই তাঁকে যেন একটু সতর্ক করে দিলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার বীরেন্দর শেহবাগ ও রবি শাস্ত্রী। শেহবাগ ও শাস্ত্রী কথা বলেছেন দুটি ভিন্ন ভিন্ন জায়গায়। শেহবাগ ক্রিকবাজের অনুষ্ঠানে আর শাস্ত্রী আইসিসি রিভিউতে। তবে দুজনের কথার সুর ছিল অভিন্ন—সূর্যবংশীকে মনে রাখতে হবে নাম আর যশের তোড়ে যেন ভেসে না যায় আর তাঁকে বল করার সময় সব বোলারই এখন বাড়তি কিছু করতে চাইবেন। ক্রিকবাজের অনুষ্ঠানে শেহবাগ বলেছেন, ‘তাকে (বৈভব সূর্যবংশী) অবশ্যই বিরাট কোহলির মতো ২০ বছর আইপিএল খেলার লক্ষ্য ঠিক করতে হবে। কোহলি ১৮ বছর বয়সে আইপিএল খেলতে শুরু করেছে এবং এখন পর্যন্ত ১৮ মৌসুম খেলেছে। তার হাজার হাজার রান আর সেঞ্চুরির সংখ্যার দিকে তাকাও। এটাই লক্ষ্য হওয়া উচিত। তুমি যদি মনে করো যে প্রথম বলেই ছয় মেরে তারকা হয়ে গেছ, তাহলে হয়তো আসছে বছরগুলোতে আমরা আর তোমাকে খুঁজে পাব না।’ আইসিসি রিভিউতে সূর্যবংশীকে শাস্ত্রী সতর্ক করেছেন এভাবে, ‘আমি মনে করি, ওর প্রথম শটটা দেখে অনেকেই চরম বিস্মিত হয়েছে। সে এখনো তরুণ, তাই বলব যে ওকে একটু খেলতে দিন। কারণ, এই বয়সে ব্যর্থতাও আসবে, দেখতে হবে ব্যর্থতা সে কীভাবে সামলায়।’ শাস্ত্রী এরপর যোগ করেছেন, ‘ওর বিপক্ষে মানুষ (বোলাররা) নতুন জিনিস নিয়ে হাজির হবে। অনেক শর্ট বল দেবে ওকে। যখন আপনি কারও প্রথম বলে ছক্কা মারবেন, সে আপনাকে কোনো দয়া দেখাবে না। সে এটা চিন্তা করবে না যে তোমার বয়স ১৪, ১২ নাকি ২০ বছর।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct