আপনজন ডেস্ক: বিশাল এক স্বর্ণখনির সন্ধান পেয়েছে চীন। দেশটির হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান মিলেছে এ খনির। খবর সিনহুয়ার।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেন্দ্রীয় হুনান প্রদেশে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলার বাজারমূল্যের সোনা মজুত রয়েছে এমন একটি খনি পাওয়া গেছে।
চীনের ভূতাত্ত্বিক ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমণীর সন্ধান পাওয়া গেছে।
স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমণীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমণী।
চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের ১ হাজার টনেরও বেশি স্বর্ণ।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে খনিটি থেকে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমণী দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। এ পরিমাণ নেহায়েৎ মন্দ নয়।
আবিষ্কারক দলের উপ-প্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct