দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদহের মানিকচকে ভাঙ্গন পরিদর্শন করার পরে দিন থেকে আবারো ভাঙ্গন শুরু। সেচমন্ত্রী মানস ভুঁইঞা সোমবার মালদার মানিকচকের গঙ্গাভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদায় ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হল মানিকচকে। সোমবার গভীর রাতে হঠাৎ করেই মানিকচক গঙ্গাঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়। প্রায় চারশো মিটার এলাকা জুরে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসতভিটা এবং দোকানপাট গঙ্গাগর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন। ভাঙনে সর্বস্বান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন।গঙ্গাঘাটে ভয়াবহ নদী ভাঙনের জেরে নদীঘাটে সতর্কতামূলক মাইকিং শুরু করে মঙ্গলবার সকাল থেকেই মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আবেদন জানায় মানিকচক ব্লক প্রশাসন। স্থানীয়রা জানান সাধারণত এই সময় সচরাচর নদী ভাঙন হয়না। তাই হঠাৎ করে কেন ভাঙন শুরু হল কিছুই বুঝতে পারছেন না। ভাঙনে অনেকের ঘরবাড়ি, দোকানপাট গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন পিডব্লুউডির জায়গায় অস্থায়ী আস্তানা গাড়ার পরিকল্পনা করছেন।যদিও এলাকাবাসীর দাবি সঠিকভাবে কাজ না হওয়ার জন্যই এইভাবে নিজেদের দোকান হারাতে হচ্ছে প্রায় দেড়শ মিটার এলাকা ভাঙ্গন শুরু হয় দোকান ঘর হারিয়ে এখন চিন্তায় পড়েছে এলাকার বেশ কিছু বাসিন্দা সরকারি সাহায্যের দিকে চেয়ে রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct