আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া উপকূলে ফেরিরঘাটের একটি অংশ ধসে পড়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং অন্তত ২০ জন আটলান্টিক মহাসাগরে ছিটকে পড়েছে। নিখোঁজদের সন্ধানে মার্কিন কোস্ট গার্ড রাতভর তল্লাশি চালায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবারের এই দুর্ঘটনার সময় সেখানে শরতের উৎসবে অংশ নিতে বহু মানুষ জড়ো হয়েছিল।
এই দুর্ঘটনা ঘটে সাপেলো দ্বীপে, যেখানে গুল্লা গিচি সম্প্রদায়ের ক্ষুদ্র একটি গোষ্ঠী তাদের ঐতিহ্য উদযাপনে মিলিত হয়েছিল। সম্প্রদায়টি আফ্রিকান দাসদের বংশধর। এটি একটি বার্ষিক অনুষ্ঠান, যা হগ হামক নামে পরিচিত দ্বীপের ক্ষুদ্র সম্প্রদায়কে কেন্দ্র করে আয়োজন করা হয়।
সেখানে কয়েক ডজন কৃষ্ণাঙ্গ বাসিন্দা বসবাস করে। জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, দুর্ঘটনার সময় ঘাটটি ফেরির জন্য অপেক্ষমাণ মানুষে পূর্ণ ছিল। এই বিভাগটিদ্বীপ ও মূল ভূখণ্ডের মধ্যে যাতায়াতের মাধ্যম ফেরি ও ঘাট পরিচালনা করে। সাপেলো দ্বীপটি সাভানা শহর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং শুধু নৌকায় করে সেখানে পৌঁছনো যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct