সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: বাস মানচিত্রে উত্তর ও দক্ষিণ কলকাতার সঙ্গে এবার জুড়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ২ নম্বর ব্লক এলাকা। চালু হলো নতুন ২ টি বাস রুট। বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) হাতিশালা থেকে বাস পরিষেবা ২ টি চালু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের নতুন বাস রুট ২ টি হলো ইবি-১৩ এবং ইবি-১৬।
ইবি-১৩ হাতিশালা থেকে যাত্রা শুরু করে পৌঁছাবে উত্তর কলকাতার, গিরিশ পার্ক-এমজি রোড ও বড় বাজার হয়ে হাওড়া প্রর্যন্ত। মাঝখানে ছুঁয়ে যাবে নিউটাউনের ইনফোসিস-ইকোস্পেস-চিনারপার্ক-ভিআইপি রোড ও কাঁকুরগাছি।
ইবি-১৬ হাতিশালা থেকেই যাত্রা শুরু করে পৌঁছাবে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে। মাঝখানে ছুঁয়ে যাবে দক্ষিণ কলকাতার সায়েন্স সিটি-রুবি-কালিকাপুর-প্রিন্স আনোয়ার শাহ রোড-নিউ আলিপুর-তারাতলা ও বেহালা। অপর দিকে বিধাননগর এলাকার সেক্টর ফাইভ এবং নিউটাউন এলাকার ইনফোসিস-ইউনিটেক-নারকেলবাগান ও নিউটাউন বাসস্ট্যান্ড ছুঁয়ে যাবে।
ভাঙড় ২ নম্বর ব্লক থেকে আরও ৪ টি রুটের বাস পরিষেবা চালু রয়েছে। নতুন ২ টি পরিষেবা যুক্ত হওয়ায় মোট ৬ টি রুটে পরিষেবা পাবে ভাঙড় ২ নম্বর ব্লকের বাস পরিষেবা গ্রহণকারী ব্যাক্তিরা। পুরানো ৪ টি রুটের মধ্যে ১ টি জামিরগাছি থেকে কোলকাতা স্টেশন(কেবি-২২)। আর একটি হাতিশালা থেকে কোলকাতা স্টেশন(কে-১)। অপরদিকে ১ টি কাঁঠালিয়া থেকে শ্যামবাজার(৯১)। অন্য টি পোলেরহাট থেকে শ্যামবাজার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct