চন্দনা বন্দ্যোপাধ্যায়, রায়দিঘি, আপনজন: বাঘের মতো বাড়ল সুন্দরবনে কুমিরের সংখ্যাও।খুশি পর্যটক থেকে শুরু করে সুন্দরবন বাসীরা। সুন্দরবনে বাঘের মত বাড়ছে কুমিরও। কুমির গণনায় দেখা গিয়েছে কুমিরের সংখ্যা বেড়ে এবারে হয়েছে ১৬৮। তবে বন দফতরের দাবি কুমিরের আসল সংখ্যা আরও বেশি হবে। এবার সুন্দরবনের ডাঙায় বাঘের মত জলে ও কুমির বেড়েছে। ১২ বছর পর এবছর হয়েছিল এই কুমির গণনা। সেই গণনা থেকে এই তথ্য উঠেএসেছে। এই গণনা থেকে সুন্দরবনের কুমিরের চরিত্র, বাসস্থান, খাদ্য তালিকা সহ অনেকগুলি বিষয় বিশ্লেষণের কাজ করা হচ্ছে। বনদফতর সূত্রের খবর, গত কুমির সুমারিতে ভারতীয় সুন্দরবনে ১৪১টি কুমিরের উপস্থিতি জানা গিয়েছিল। তবে একেবারে ছোট কুমিরকে গণনা থেকে বাদ দেওয়া হয়েছিল সেবার।এবার বেশ খানিকটা বেড়েছে কুমিরের সেই সংখ্যা।এবার সেই সংখ্যাটা হয়েছে ১৬৮।এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বললেন, সুন্দরবনের ৪২০০ কিলোমিটার এলাকা জুড়েই এই গণনার কাজ করা হয়েছে। ২০১২ সালের পরে এ বছর এই গণনার কাজ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct