নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: বিধাননগর পৌর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের হাতিয়ারা এলাকায় প্রোমোটারের লোকজনের হাতে আক্রান্ত জমির মালিক শামীম আখতার। বাড়ি তৈরির জন্য জমি কিনেছিলেন ৫ কাঠা। প্রোমোটার জমির মালিকের থেকে অগ্রিম ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু জমির রেজিস্ট্রি হওয়ার আগেই সেখানে কাজ শুরু করে প্রোমোটারেরা। তা নিয়ে জমি মালিক চরম আপত্তি জানায়। কাজে বাধা দিতে গেলে জমির মালিক কে বেধড়ক মারধরের অভিযোগ প্রমোটার ও তার বাহিনীর বিরুদ্ধে। মারধরের সেই দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে। মারধরের ঘটনায় গুরুতর আহত হন জমি মালিক। পরবর্তীতে আহতকে হাসপাতালে ভর্তি করতে হয়।এরপরই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। জমির মালিকের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করে। তারপরেও তার বাড়িতে আবার চড়াও হয় ২৯ নভেম্বর রাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়। ইকোপার্ক থানায় আবার অভিযোগ দায়ের করা হয় জমির মালিকের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের দাবি তদন্ত চলছে। এদিকে,বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ অত্যাচার এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারি তারই প্রতিবাদে বিধাননগর বিজেপি কর্মীদের তরফ থেকে রবিবার সল্টলেক - করুণাময়ী চারমাথা মোড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়।বিজেপি কর্মীরা রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখান এবং বাংলাদেশের প্রেসিডেন্ট মোঃ ইউনূসের ছবি পুড়িয়ে রবিবার প্রতিবাদ দেখাল বিজেপি করুণাময়ীতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct