অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিলেন গ্রামীণ সম্পদ কর্মীরা। মূলত সম্মানজনক মাসিক বেতন দিয়ে ৬২ বছর পর্যন্ত কর্ম নিশ্চয়তা, পাঁচ মাসের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া, প্রতি মাসে সঠিক সময়ে বেতন প্রদান করা, সরকারি কর্মচারীদের নেয় ডিএ,টিএ সহ সরকারি কর্মীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা, কাজের নিরাপত্তা ও যথাযোগ্য মর্যাদা প্রদান, পরিচয় পত্র সহ অবসরকালীন সময়ে পাঁচ লক্ষ টাকার প্রদান ইত্যাদি প্রায় সাত দফা দাবিতে এদিন বংশীহারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দেন গ্রামীণ সম্পদ কর্মীরা। এদিন গ্রামীণ সম্পদ কর্মীরা মিছিল করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে কয়েকজনের প্রতিনিধিদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে নিজেদের লিখিত দাবী পত্র তুলে ধরেন। অন্যদিকে, ডেপুটেশন কর্মসূচি কে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সামনে মোতায়ন ছিল যথাযথ পুলিশ। এ বিষয়ে বংশীহারী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল জানান, ‘বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গ্রামীণ সম্পদ কর্মীরা ডেপুটেশন দিয়েছেন। তাঁদের বেতন না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের বেতনের টাকা যখনই আসে, তখনই তাদের একাউন্টে তা দিয়ে দেওয়া হয়। তাই সেই অর্থ এলেই তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct