আপনজন ডেস্ক: ইউক্রেন সম্প্রতি দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা ইলন মাস্কের কম্পানির স্টারলিংক ইন্টারনেট টার্মিনাল ব্যবহার করছে। তবে ক্রেমলিন সোমবার এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইলন মাস্কও কিয়েভের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। কিয়েভের জিইউআর সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে, তাদের কাছে প্রমাণ রয়েছে, স্টারলিংক ইন্টারনেট টার্মিনালগুলো রাশিয়ান সেনারা ‘পদ্ধতিগত’ ভিত্তিতে ব্যবহার করছে।পাশাপাশি মস্কোর বিরুদ্ধে তথ্য ‘পাচার’ করার অভিযোগও করেছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক একটি নেটওয়ার্ক, যা দূরবর্তী অবস্থানগুলোতে বা সাধারণ যোগাযোগ অবকাঠামো নিষ্ক্রিয় থাকা অঞ্চলগুলোতে ইন্টারনেট সরবরাহ করতে পারে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, স্টারলিংক সেখানে আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হয় না। তাই এটি কোনোভাবেই সেখানে ব্যবহার করা যাবে না।স্টারলিংক ব্যবস্থাটি রাশিয়ায় সক্রিয় নয়, যার অর্থ রাশিয়ার অভ্যন্তরে এর একটি ডিভাইসও সংযোগ করা যাবে না। কিন্তু কিয়েভ ইউক্রেনের যুদ্ধক্ষেত্র জুড়ে রুশ সেনাদের ডিভাইসটি ব্যবহার করার অভিযোগ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct