নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: এসআইও পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ‘স্টুডেন্টস ম্যানিফেস্টো’ শিরোনামে সর্বদলীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতার আব্দুল ফাত্তাহ অডিটোরিয়াম। অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও কলকাতার বিভিন্ন কলেজ - বিশ্ববিদ্যালয়ের ছাত্রবন্ধুরা। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে শিক্ষার সার্বিক পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের বিভিন্ন ইস্যুকে চর্চায় তুলে আনাই ছিল এই বৈঠকের উদ্দেশ্য।এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি রামিস ইকে। ছাত্র বৈঠকের সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি সাঈদ মামুন। উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল। এদিনের এই গোল টেবিল বৈঠকে বিশেষ আলোচনা রাখেন এআইডিএসও’র রাজ্য কমিটির সদস্য সায়ন্তন বোস, ফ্রাটার্নিটি মুভমেন্টের কেন্দ্রীয় সম্পাদক মহ: ইসমাইল, আইসা’র নেতা ঋতম মাজি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইরফান সাদিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানসারুল হক, মেডিকেলের ছাত্র তামিম লস্কর, নিজাম পারভেজ, মিসবাহ আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct