নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলার ওন্দা থানার শ্যামনগর মাদ্রাসা জাকারিয়া দারুল উলুমের মসজিদে রাশিদিয়ার ভিত্তি স্থাপন এর দুআর মজলিস হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা রাবেতা এ মাদারিসে ইসলামিয়া আরাবাবিয়া ও বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক হাফেজ ক্বারী আকিল আহমাদ সাহেব ও বাঁকুড়া জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সহ সভাপতি মাওলানা শামসুদ্দীন, মুহঃ ইউনাস সাহেব (প্রাক্তন ভারতীয় সেনা) শ্যামনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশীদ, উলামায়ে কেরাম এবং স্থানীয় সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct