সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: নথিবিহীন গাছ বোঝাই দুটি ট্রাক্টর আটক হল। স্থানীয়দের দাবী দিনের পর দিন বন দফতরের মদতেই চলছে গাছ পাচার। বাঁকুড়ার কাঞ্চনপুর বীটের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইউক্যালিপটাস ও সোনাঝুরির জঙ্গল। স্থানীয়দের দাবী এই জঙ্গলগুলি থেকে গাছ কেটে দিনের পর দিন পাচার করছে একশ্রেণীর কাঠ মাফিয়া। বারংবার বন দফতরকে জানানো হলেও বন দফতর সে অর্থে কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবী মাঝেমধ্যে চোরাই কাঠ বোঝাই গাড়ি বন দফতর আটক করলেও কোনো অজানা কারনে ধরার পরে পরেই সেই কাঠ বোঝাই গাড়িগুলি ছেড়ে দেয়। পাচারকারীদের খপ্পরে পড়ে ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গল। যে বন দফতরের জঙ্গল রক্ষার দায়িত্ব সেই বন দফতরের এমন ভূমিকায় ক্ষুব্ধ এলাকার আপামর মানুষ। বন দফতর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বন দফতরের দাবী গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। গাছ পাচার রুখতে বন দফতর সক্রিয় থাকাতেই একশ্রেনীর মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। তাঁরাই এই মিথ্যা অভিযোগ করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct