আপনজন ডেস্ক: চলমান উত্তেজনার মধ্যেই চতুর্থ বারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রওনা দেবেন তিনি। সফরের আওতায় ইসরায়েলও আছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এই সফরে ইসরায়েল অন্তর্ভুক্ত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। এর আগের সফরেও বেশ কয়েকটি আরব দেশ পরিদর্শন করেছিলেন ব্লিঙ্কেন। গাজায় প্রায় তিন মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ আঞ্চলিক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এ সংকট কালীন সফরে যাচ্ছেন তিনি।বৈরুতের শহরতলীতে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এমনি এক সংকটকালীন সময়ে ব্লিঙ্কেনের এই সফরের খবর সামনে এলো। ফলে এ ঘোষণায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct