আপনজন ডেস্ক: কিছু গাছ আছে, যেগুলির জন্য বীজের প্রয়োজন হয় না। তারা পাতা বুনে দিলেই নতুন করে বেঁচে ওঠে। জেনে নিন কোন কোন গাছ পাতা থেকে হয়। এ তালিকায় প্রথমে থাকবে স্নেক প্ল্যান্ট। বায়ু পরিশোধক হিসেবে কাজ করে গাছটি। সহজেই পাতার মাধ্যমে এটি রোপণ করা যায়। স্নেক প্ল্যান্টের একটি বড় পাতা নিন। পাতাটিকে দুই ভাগে কেটে নিন। টবে রাখা মাটিতে রোপণ করুন। জল ছিটিয়ে দিন। নতুন স্নেক প্ল্যান্ট প্রায় এক মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এই তালিকায় রয়েছে অ্যালোভেরাও।ঘরে একটি অ্যালোভেরা গাছ থাকলে উপকৃত হতে পারেন নানাভাবে। একটি অ্যালোভেরার পাতা নিন এবং কিছু সময় শুকানোর জন্য ছায়ায় রাখুন। কাটা পাতার নীচের অংশ শুকিয়ে গেলে টবে রোপণ করুন। প্রতিদিন এর উপর অল্প অল্প জল দেবেন। কিছুদিনের মধ্যেই নতুন পাতা আসতে শুরু করবে। ইনডোর প্ল্যান্ট হিসেবে চমৎকার হল রাবার গাছ। রাবার গাছ বাতাস পরিশোধন করতে সাহায্য করে। নতুন চারা বের করার জন্য প্রথমে টব মাটি দিয়ে পূরণ করে নিন। তারপর গাছের পাতাটি টবে রোপণ করুন এবং জল ছিটিয়ে দিন। টবটি এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না কিন্তু প্রচুর আলো রয়েছে। এভাবে ১৫-২০ দিন রাখলে গাছ বড় হতে শুরু করবে। এছাড়া রয়েছে চাইনিজ মানি প্ল্যান্ট।গোলাকার পাতার জন্য একে কয়েন প্ল্যান্টও বলা হয়। এর পাতা মাটি বা জলে রাখলে শিকড় বের হবে নতুন করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct