রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মণিপুর থেকে হেরোইন পাচার করতে এসে ফরাক্কার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। বাজেয়াপ্ত করা হয় প্রায় এক কিলো হেরোইন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার নাগাদ ফরাক্কার ফিল্ড হোস্টল ঘাট ফিডার ক্যানেলের ধার থেকে এনটিপিসি পুলিশ ফাঁড়ির আইসি পলাশ পালের নেতৃত্বে পুলিশ গোপনসূএে অভিযান চালিয়ে হেরোইন সহ মনিপুরী যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানাগিয়েছে, ধৃত যুবকের নাম মহম্মদ ইমতিয়াজ খান (২৬)। বাড়ি মনিপুরের ভুপালের থোওবাল। ধৃত মহম্মদ ইমতিয়াজ খান মনিপুর থেকে হেরোইন কালো পীঠ ব্যাগে নিয়ে ফরাক্কা এনটিপিসি মোড় আসে। সেখান থেকে পায়ে হেঁটে এনটিপিসি কেদারনাথ সেতুর নীচ দিয়ে ফিডার ক্যানেল রোড ধরে নিউ ফরাক্কা বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে যুবকটিকে আটক করে তল্লাশি চালিয়ে হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। হেরোইন গুলি মালদহে পাচার করার পরিকল্পনা ছিল ধৃত যুবকের বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানাগিয়েছে। ধৃত যুবকে জেরা করে ফরাক্কার থানার পুলিশ হেরোইন পাচার চক্রের সঙ্গে জড়িতদের সন্ধানে চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct