কাজী আমীরুল ইসলাম, বোলপুর: ভোটাধিকার প্রয়োগ করলেন অনুব্রত বিরোধী মুখ হিসেবে পরিচিত কাজল শেখ। জেলা পরিষদের ১৯ নম্বর আসনের প্রার্থী তিনি। বৃদ্ধ মাকে ও পরিবারের সকল সদস্যকে নিয়ে তার গ্রাম নানুরের পাপুড়ির প্রাথমিক বিদ্যালয় ৩৭ নম্বর বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।।
অনুব্রত বিরোধী মুখ হিসেবে পরিচিত কাজল শেখ। নানুরের তৃণমূল দাপুটে নেতা। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বীরভূম জেলা পরিষদের তৃণমূল প্রার্থী। রাজনৈতিক জীবনে এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করছে কাজল।
কাজল আগেই প্রকাশ্যে ঘোষণা করেছিল নির্বাচনের দিন বিরোধীদের বাড়ি থেকে বের হতে না দেওয়ার। ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারবেন তো ? নির্বাচনের দিন কাজল শেখ দাঁড়িয়ে থাকবে। আমার মত হাজার হাজার কাজল পথে নামবে। সেই কাজল নিজে প্রার্থী ভোট দিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct