আপনজন ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ছবিটি নিয়ে এখনও চর্চা চলছে দেশজুড়ে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির কাহিনী নিয়ে বির্তক চলছে সর্বত্রে। যার ফলে বহু রাজ্যে এই সিনেমাটি ব্যান ঘোষণা করা হয়। যা নিয়ে পরিচালক বলিউডের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ছবি তৈরির পর পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন যে, ইন্ডাস্ট্রির একাংশ তার বিরুদ্ধে একজোট হয়েছে বলেই বহুল চর্চিত ছবিটি ওটিটিতে জায়গা পাচ্ছে না। তবে সেই ছবি ওটিটিতে আসার আগেই নতুন ছবির ঘোষণা করলেন সুদীপ্ত। জানা গিয়েছে ছবির নাম ‘বস্তার'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ঘোষণা করে একটি পোস্টার শেয়ার করেছেন পরিচালক। নির্মাতাদের দাবি, আগের ছবির মতোই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হবে সুদীপ্তের এই নতুন ছবি। এই ছবির কাহিনীর নেপথ্যে রয়েছে মাওবাদী আন্দোলনের ছায়া। পরিচালক টুইটারে লিখেছেন, ‘২০১০ সালের ৬ এপ্রিল, ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলার চিন্তলনীড় গ্রামে উগ্রপন্থীরা কেন্দ্রীয় বাহিনীর ৭৬ জন জওয়ানকে হত্যা করে। ঘটনার ঠিক ১৪ বছর পর ওই গণহত্যা সুবিচার পাবে।’এই ছবিটি প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। যিনি কেরালা স্টোরিতেও ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct