জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: দীর্ঘদিন ধরে দুর্বল কাঠের ব্রীজ ভেঙে বিপত্তি। কাঠের ব্রীজ ভেঙে বাইক সহ খালে পড়ল তিন বাইক আরোহী। হঠাৎই বিরাট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তারাই উদ্ধার করেন আহতদের। বাইকটিকেও খাল থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বারুইপুর ব্লকের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর পুড়ি এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা গফফর আলি সর্দার জানান দীর্ঘদিনের এই কাঠের ব্রীজ। বেশকিছু দিন ধরেই অবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সহ একাধিক জায়গায় জানানো হয়। তারপরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আরেক বাসিন্দা বাবলা সর্দার জানান এই এলাকার প্রায় ৪/৫টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। রুগী থেকে আরম্ভ করে স্কুল পড়ুয়াদেরও ভরসা এই ব্রীজ। ব্রীজটি ভেঙে পড়ায় সকলেই সমস্যার মধ্যে পড়েন। ব্রীজটি দ্রুত সারানো না হলে নির্বাচনের কাজেও সমস্যা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান অমর প্রধান জানান ব্রীজটির অবস্থার কথা জানিয়ে তারা সেচ দপ্তরে চিঠি দিয়েছেন। দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন তারা৷ ইতিমধ্যে নির্বাচন ঘোষনা হয়ে গিয়েছে। ব্রীজ সারানো না হলে নির্বাচনের কাজও ব্যাহত হবে বলে জানান তিনি। তাই বিষয়টি দেখার জন্য ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক অফিসেও জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct