সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজনগর ব্লকের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত ৪ই ডিসেম্বর পাঁচ দিন ব্যাপী ফুটবল খেলার শুভ সূচনা হয়।শুভসূচনা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।সেই সাথে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় রাজনগর ব্লকের সাকির পাড়া বনাম শীর্ষা ফুটবল দল ।ফলাফলে সাকির পাড়া চার এক গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়। সেই খেলা ঘিরে লোকসমাগম ছিল মাঠের আনাচে কানাচে।বীরভূম বর্ধমান ও ঝাড়খণ্ড এলাকা সহ মোট ষোলোটি দল খেলায় অংশগ্রহণ করে। পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে এক লক্ষ টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে ৭৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজ এবং বেস্ট ডিফেন্সকে পুরস্কৃত করা হয় বলে যৌথ ভাবে জানালেন খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি শেখ আলী ও সভাপতি শেখ নুরুল জমাদার। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা, রাজনগর বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ নন্দী সহ বহু বিশিষ্টজনেরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল বলেন বাম আমলে খেলাধুলা প্রায় শেষ হয়ে গিয়েছিল, বর্তমানে ফের খেলাধুলা ফিরে এসেছে। ক্লাব ও মাঠের উন্নতির জন্য উদ্যোক্তাদের পাশে আছেন বলে জানান অনুব্রত মণ্ডল। পাশাপাশি শহরের থেকে গ্রামাঞ্চলে খেলাধুলা অনেকাংশে বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct