নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সম্ভবত রাজ্যে প্রথম হাওড়া পুরসভার নিজস্ব ইউটিউব চ্যানেল আজ থেকে আত্মপ্রকাশ করল। এই চ্যানেলের নামকরণ করা হয়েছে ‘এইচএমসি অফিসিয়াল’। বুধবার দুপুরে হাওড়া পৌরনিগমের প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই চ্যানেলের সূচনা করেন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তিনি জানান, পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিস্তারিত আকারে ভিডিও সহ প্রতি সপ্তাহে এখানে আপলোড করা হবে। রাস্তা, নিকাশি, বিল্ডিং সহ বিভিন্ন বিষয়ে পুরসভার উদ্যোগে যেসব কাজ হচ্ছে সেগুলি নিয়মিতভাবে ওই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও হাওড়া শহরের বিভিন্ন ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরতেই হাওড়া পৌরনিগমের তরফে এই উদ্যোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct