আপনজন ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বিশাল অস্ত্রচুক্তির ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরকালে এই চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ছয়টি সূত্র।পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন সৌদির সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চাইলেও সফল হননি। সেই প্রস্তাবে চীনের কাছ থেকে অস্ত্র কেনা বন্ধ করা এবং চীনা বিনিয়োগ সীমিত করার শর্তে উন্নত মার্কিন অস্ত্র সরবরাহের কথা ছিল। তবে ট্রাম্পের নতুন প্রস্তাবেও এমন কোনো শর্ত আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদা পূরণে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’ প্রথম মেয়াদে ট্রাম্প সৌদির কাছে অস্ত্র বিক্রিকে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের জন্য ইতিবাচক বলে প্রচার করেছিলেন।
এই চুক্তির আওতায় সৌদি আরব বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র পেতে পারে। এর মধ্যে আছে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র, রাডার এবং ড্রোন। এসব সরবরাহ করবে লকহিড মার্টিন, আরটিএক্স (পূর্বে রেথিয়ন), বোয়িং, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল অ্যাটমিক্সের মতো বড় বড় মার্কিন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct