আপনজন ডেস্ক: বিলকিস বানু মামলায় দোষীদের জন্য সংবাদপত্রের মাধ্যমে নোটিশ প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। বিলকিস বানু মামলায় মুক্তি পাওয়া ১১ জনের মধ্যে কয়েকজনের জবাব সুরক্ষিত রাখতে একটি ইংরেজি ও গুজরাটি সংবাদপত্রে নোটিশ প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিলকিস বানুর আইনজীবী শোভা গুপ্তা বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চকে জানান, দোষীদের মধ্যে কয়েকজনকে নতুন করে নোটিশ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এই দোষীদের আগে আনুষ্ঠানিক নোটিশও দেওয়া যায়নি, আইনজীবী শোভা গুপ্তা অভিযোগ করেছিলেন যে দোষীরা তাদের নোটিশ গ্রহণ করছেন না এবং আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের বাইরে থাকার বিরোধিতা করেছিলেন। সমস্ত নোটিশ দিতে ব্যর্থ হওয়ার কারণে গুজরাট সরকার কর্তৃক দোষীদের সাজা মওকুফ করার বিরুদ্ধে বিলকিস বানুর আবেদনের কার্যক্রমের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছিল। এর আগের শুনানিতে যখন আসামিপক্ষের আইনজীবীরা সমস্ত দোষীদের নোটিশ দেওয়া হয়নি বলে মুলতুবি চেয়েছিলেন, তখন ক্ষুব্ধ বিচারপতি জোসেফ অভিযোগ করেছিলেন যে তাঁর নেতৃত্বাধীন বেঞ্চকে এই মামলার শুনানি থেকে বিরত রাখার চক্রান্ত করা হচ্ছে। বিলকিস বানুর আইনজীবী শোভা গুপ্তা বলেন, এমনকি পুলিশও তাদের কে নোটিশ দিতে পারেনি কারণ দোষীদের মধ্যে একজন তার মোবাইল বন্ধ করে রেখেছিলেন এবং তাকে বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাঁর আত্মীয়রাও নোটিশ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct