নকিব উদ্দিন, ডায়মন্ড হারবার, আপনজন: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসে হুংকার সিপিআইএম নেতা শতরূপ ঘোষের। পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল যে ভাষায় কথা বলবে সে ভাষায় উত্তর দেবে সিপিআইএম। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার ২ নং ব্লকের নতুনহাটের প্রতিবাদ সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। মূলত পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েতগুলি তৃণমূলের করে খাওয়ার জায়গা তাই তারা গায়ের জোর খাটাবে। তৃণমূল যে ভাষা বুঝবে সেই ভাষায় তাদেরকে প্রতিরোধ করতে হবে। তা করতে গিয়ে যদি থানায় মামলা হয় সেই মামলা লড়বে দল। শুধু তাই নয় এদিনের সভা থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ‘চোর কুনাল’ বলে সম্বোধন করেন শতরূপ। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদেরকে কড়া হুশিয়ারি দিয়ে শতরূপ বলেন, পার্থ জেলে জেলে, মানিক জেলে, অনুব্রত জেলে গতকাল মেয়ে সুকন্যাও গ্রেফতার। তৃণমূল নেতাদের অবৈধ সম্পত্তির হিসেব যদি আমাদের কাছে থাকে তাহলে থানার আইসি বিডিও এসডিওর অবৈধ সম্পত্তির হিসেব আমাদের কাছে আছে। যদি কোনো প্রশাসনিক আধিকারিক তৃণমূলের দালালী করেন তাহলে তাকেও আমরা বুঝে নেব। অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির ১২ ঘণ্টা বন্ধ নিয়ে শতরুপ বলেন, বিজেপির বন্ধ একমাত্র বিজেপির লোকজনই পালন করে, বিজেপি রাজ্যে দাঙ্গা লাগাতে চাইছে। অন্যদিকে রাজ্যের উপাচার্যদের কে রাজ্যপালের চিঠি নিয়ে তিনি বলেন, রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে কোনো সংঘাত নেই কারণ পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়কে রাষ্ট্রপতি হতে পরোক্ষভাবে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস। তাই রাজ্যের মানুষ এদের অভিনয় ভালো করে বুঝে গেছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন, পিসি যদি না থাকতো তাহলে ভাইপোর পঞ্চায়েত সদস্য হওয়ার যোগ্যতা ছিল না। তবে এবারে ডায়মন্ড হারবারে সুস্থভাবে পঞ্চায়েত ভোট না হলে তৃণমূল যে ভাষা বুঝবে সেই ভাষায় উত্তর দেওয়ার নিদান দেন সিপিআইএম কর্মীদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct