মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ঈদকে শান্তিপূর্ণ করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ , সিআইসি সুব্রত ঘোষ, খণ্ডঘোষের ওসি সুব্রত বেরা, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় সহ খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। শান্তিপূর্ণ ঈদ করতে প্রশাসন সদা সতর্ক আছে। ইমাম সাহেবের বা কোন মসজিদের কোন প্রয়োজনে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী জানিয়েছেন। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ শান্তি সম্প্রীতির বাংলাকে একটি অপশক্তি শান্তি নস্ট করতে চাইছে সেজন্য ইমামদের প্রতি সদা সতর্ক থাকার আহ্বান জানান। সিআইসি সুব্রত ঘোষ ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময় করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ও সি সুব্রত বেরা। বরিশিয়ালি মসজিদের ইমাম হাফেজ ওয়াজেদ বলেন খণ্ডঘোষের ওসি যেভাবে ইমামদের পাশে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোন প্রশংসায় তার জন্য যথেষ্ট নয়। খণ্ডঘোষ ইমাম সংগঠনের সম্পাদক হাফেজ সদরুল সাহেব প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct