আপনজন: হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গোহিলা মেলা মাঠে মরা মহানন্দা নদীর ধারে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে বুধবার ফিতা কেটে কমিউনিটি টয়লেট ও চেঞ্জিং রুমের শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মন্ডল ও বিশিষ্টজনেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শতবর্ষ প্রাচীন বাংলা বিহার সীমান্তবর্তী গোহিলা গ্রামে পৌষ সংক্রান্তির দিন শুরু হয় গঙ্গা দেবীর মেলা। এই মেলা ১৫ দিন ধরে চলে।পৌষ সংক্রান্তির পুণ্য স্নান এবং গঙ্গা দেবীর মেলায়
দূর-দূরান্ত থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে অসংখ্য মানুষ ছুটে আসেন। মালদহ ছাড়াও দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ প্রভৃতি জেলা এবং পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খন্ড থেকেও প্রচুর মানুষ জড়ো হয় এই মেলায়। মেলায় পুণ্যার্থীদের জন্য চেঞ্জিং রুম ও কমিউনিটি টয়লেট না থাকায় চরম সমস্যা হত। মেলা কমিটি ও স্থানীয়রা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউলের কাছে দাবি করেন। এলাকার মানুষের কথায় গুরুত্ব দিয়ে এদিন চেঞ্জিং রুম ও কমিউনিটি টয়লেটের শিলান্যাস করলেন। এতে খুশি এলাকার মানুষজন। কর্মাধ্যক্ষ রবিউল বলেন,দীর্ঘ একবছর আগে এলাকার মানুষ আমার কাছে চেঞ্জিং রুম ও কমিউনিটি টয়লেটের দাবি করেছিলেন। আমি কথা দিয়েছিলাম। কথা রাখলাম। পরবর্তীতে এলাকার উন্নয়নে আরও অর্থ বরাদ্দ হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct