সেক আনোয়ার, নন্দীগ্রাম, আপনজন: নদীর দেশ ভারত তা ভারতের ঐতিহ্য,নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিজ বিভাগ ও নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। বিষয় ছিল যুবক-যুবতীদের মধ্যে বানিজ্যিক মৎস্যচাষ এর সুযোগ ও সম্ভাবনা।একোরিয়ামে রঙিন মাছ ছেড়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যক্ষ ড. সামু মাহালি, নন্দীগ্রাম ১ নং ব্লকের ফিশারি অফিসার সুমন কুমার সাহু ছাত্র-ছাত্রীদের কাছে বানিজ্যিক মৎস্যচাষের সুযোগ,সম্ভাবনা এবং সরকারী প্রকল্পের কথা তুলে ধরেন। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক শংকর কুমার নন্দী, অধ্যাপক নব কুমার দাশ এবং বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct