আপনজন ডেস্ক: ফিলিস্তিনি বংশোদ্ভূত ইয়াসির ওমর শাহিন হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক। একটি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই মার্কিন নাগরিক। এ প্রতিযোগিতার জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী ‘সাইন আপ’ করেন। কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় তিনি তার সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। ‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহস্পতিবার সৌদি আরবে শুরু হয়। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে। ইয়াসির ওমর শাহিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান। এছাড়া আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন তিনি। শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কুরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কুরআন পড়ান শাহিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct