জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: দীর্ঘ প্রায় চার বছর পর উচ্চ আদালতের রায়ে পুরুলিয়ার ঝালদা ১ নং চক্রের চাতামঘুটু প্রাথমিক বিদ্যালয়ে কড়া নিরাপত্তায় শুরু হল মিডডে মিলের রান্না। খুশি ছাত্র ছাত্রীরা। এবিষয়ে ঝালদা ১ নং ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ মেটে জানান ২০১৯ সালের সম্ভবত মার্চ মাস থেকে বিদ্যালয়ে মিডডে মিল রান্নার কাজ বন্ধ হয়। এই বিদ্যালয়ে চাতামঘুটু গ্রামের চাতামঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা সমিতি রান্না করছিল। কিন্তু ২০১৯ সালে গ্রামের বাকি ১৪ থেকে ১৫ টি স্বনির্ভর দল রান্নার রান্না করার দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেন। সেই সময়কাল থেকে রান্না বন্ধ হয় স্কুলের। এরপরেই ২০২২ সালে চাতামঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা সমিতি উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালত রায় দেয় যে মহিলা স্বনির্ভর দল রান্না করছিল সেই মহিলা দলেই রান্না করবে। বুধবার ঝালদা থানা ও গ্রামবাসীদের সহযোগিতায় আদালতের নির্দেশে পুনরায় শুরু হয় মিডডে মিলের রান্না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মধুমিতা মাহাতো জানান বিদ্যালয়ে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা ৭৫ জন ও শিক্ষিকা দুই জন। আমরাও চাই যাতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিডডে মিল থেকে যেন বঞ্চিত না হয়। চাতামঘুটু উন্নয়ন স্বনির্ভর মহিলা সমিতির পক্ষ থেকে আদরি মাহাতো জানান আমরা বাধ্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। কারণ গ্রামের বাকি মহিলা স্বনির্ভর দল গুলি রান্নার করার দাবিতে স্কুলে তালা লাগিয়ে দেন। এখন উচ্চ আদালতের রায়ে আমরা পুনরায় রান্না করছি। অন্যদিকে গ্রামের অন্যান্য মহিলা স্বনির্ভর দল গুলোর পক্ষ থেকে মা সন্তোষী স্বনির্ভর মহিলা সমিতির পক্ষে উষা মাহাতো জানান আমরা ভেবেছিলাম সুবিচার পাব। কারণ অন্যান্য স্কুল গুলোতে গ্রামের মহিলা স্বনির্ভর দল গুলি ভাগ করে মিডডে মিল রান্না করছে আমরাও সেই দাবি জানিয়ে ছিলাম। তারা আরও জানানা আমাদের দাবি না মানা হলে আমরাও আমাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাবো না। টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে পাঠাবো। এখন দেখার বিষয় রান্না শুরু হলেও কতদিন এই ভাবে চলবে রান্না। এদিন উপস্থিত ছিলেন ঝালদা ১ নং ব্লকের বিডিও রাজকুমার বিশ্বাস,মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব, ঝালদা ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দ প্রমুখরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct