মুহাম্মদ সাবির আহমেদ, ঢোলাহাট, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ঢোলা এলাকার বিশিষ্ট শিক্ষক, বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের প্রাক্তন সম্পাদক, জামায়াতে ইসলামী হিন্দের বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক মুহাম্মদ মান্নাফ আল্লাহর চিরবিদায় নিলেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি মৃত্যু কালে নিজ সহধর্মিনী, পাঁচ পুত্র, ছয় কন্যা ও নাতি নাতনী রেখে যান। তিনি তাঁর কর্ম জীবনে ঢোলা হাইস্কুলে দীর্ঘ দিন বিঞ্জান বিভাগের শিক্ষক হিসাবে সুনাম অর্জন করেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের কাজে যুক্ত ছিলেন। মুসলিম উম্মাহর ঐক্য ও সমাজের পূনর্গঠনে সর্বদা নিবেদিত প্রাণ ছিলেন। ঢোলা মিল্লাত গার্লস এ্যকাডেমি ও গুলিস্তান ইসলামীক মডেল স্কুলের সম্পাদকও ছিলেন। সমাজের বিভিন্ন উন্নয়ন সেবা মূলক কাজে তাঁরও অবদান অনস্বীকার্য। রামনগচন্দ্রনগরে বাড়ি হলেও জীবনের দীর্ঘ সময় ঢোলাহাট গুলিস্তান সংলগ্ন স্থানে বসবাস করতেন। তাই তাঁর জানাজায় ঢোলাহাট এলাকাসহ বহু দূর দূরান্ত জেলা গুলো থেকে মানুষ শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য জামায়াতে ইসলামী হিন্দের বর্তমান আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক, প্রাক্তন আমীরে হালকা মুহাম্মদ নূরউদ্দিন, মাওলানা রহমত আলী খাঁন, ওয়েল ফেয়ার পার্টির সর্বভারতীয় সহ সভাপতি ডা. রইসুদ্দিন, মুহাম্মদ তাহেরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। নামাজে জানাজায় ইমামতি করেন ভাইপো হাফেজ কিবরিয়া লস্কর। মরহুম মুহাম্মদ মান্নাফ সাহেবকে হারিয়ে ঢোলা এলাকার মানুষ একজন যোগ্য অভিভাবককে হারালেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct