নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: কলকাতায় চলছে এখন রাজ্যের আন এডড মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মীদের নানা দাবিতে আন্দোলন। তাদের দাবি, বাংলায় শিক্ষা ও গণতন্ত্র আজ প্রশ্নের মুখে। একসময় নির্বাচনের প্রতিশ্রুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ১০,০০০ অনুদানবিহীন মাদ্রাসাকে সাহায্যপ্রাপ্ত করা হবে। কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করেছেন, এখন পর্যন্ত মাত্র ২৩৫টি মাদ্রাসা এইডেড হয়েছে। হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষিকা আজও বঞ্চিত। কেউ পাচ্ছেন মাত্র ৫০০০-৬০০০ টাকা ভাতা, আবার কেউ একেবারে উপেক্ষিত। প্রায় ২৫০০ শিক্ষক আজ সম্পূর্ণ অবহেলিত অবস্থায় রয়েছেন। তাদের আরও অভিযোগ, শুধু শিক্ষক নয়, প্রায় ৪৫,০০০ ছাত্রছাত্রী মিড-ডে মিল, পোশাক এবং অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত। তাদের মৌলিক অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। যখন শিক্ষক সমাজ নিজেদের দাবির পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলেন, তখন রাজ্য প্রশাসন সেই অধিকারও কেড়ে নিতে চেয়েছিল। প্রতিবাদের অনুমতি দেওয়া হয়নি। শেষমেশ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইনি অনুমতি নিয়ে তারা পথে নামতে বাধ্য হলেন।
এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস নেতা আসফাক আহমেদ। তিনি বলেন, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের লড়াই নয়—এই আন্দোলনের প্রায় ৪০% শিক্ষক হিন্দু সম্প্রদায়ের। তাই এটি মানবতার লড়াই, ন্যায়ের লড়াই, শিক্ষার অধিকার রক্ষার লড়াই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct