আপনজন ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়েই তার উত্তরসূরি হতে যাচ্ছেন বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে। এই প্রথম কিমের উত্তরসূরি হিসেবে কিম জু আয়ের নাম সামনে এনেছে এনআইএস। অবশ্য বিষয়টি এখনো পিয়ংইয়ংয়ের বিবেচনাধীন বলে জানিয়েছে এনআইএস। ২০২২ সালের শেষের দিকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন কিমকন্যা। এরপর থেকেই তাকে ‘হাই প্রোফাইল’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।এনআইএস জানিয়েছে, জনসম্মুখে কিম জু অ্যাইর কর্মকাণ্ডগুলো গভীরভাবে বিশ্লেষণ করে এবং প্রথম প্রকাশ্য উপস্থিতির পর থেকে তার প্রতি যে সম্মান দেখা হচ্ছে, তাতে বর্তমানে তাকেই সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি মনে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct