আপনজন ডেস্ক: জাপানের জনপ্রিয় পর্যটন এলাকা আমামি দ্বীপপুঞ্জ থেকে সুরক্ষিত প্রজাতির কয়েক হাজার হারমিট কাঁকড়া অবৈধভাবে সংগ্রহ ও পাচারের অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন লিয়াও ঝিবিন (২৪), সং ঝেনহাও (২৬) এবং গুও জিয়াওয়েই (২৭)।
জাপান পুলিশ জানিয়েছে, বুধবার আমামি ওশিমা দ্বীপের একটি হোটেল থেকে আসামীদের হেফাজতে থাকা ১৬০ কেজি ওজনের জীবন্ত কাঁকড়া ভর্তি ছয়টি স্যুটকেস উদ্ধার করা হয়।
হোটেলের এক কর্মী স্যুটকেসগুলোতে সন্দেহজনক শব্দ শুনে পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষকে খবর দেন।
পুলিশ জানায়, জীবন্ত কাঁকড়ার চলাফেরার কারণে স্যুটকেসগুলো থেকে ‘ঝুমঝুম’ শব্দ আসছিল।
পরবর্তীতে পুলিশ হোটেলে এসে ছয়টি স্যুটকেস থেকে অসংখ্য সর্পিল আকৃতির খোলবিশিষ্ট হারমিট কাঁকড়া উদ্ধার করে। জাপানের পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে নির্ধারিত অনুমতি ছাড়া এই প্রাণীগুলো সংগ্রহ করা নিষিদ্ধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত হারমিট কাঁকড়াগুলো ‘জাতীয় প্রাকৃতিক স্মারক’ হিসেবে স্বীকৃত এবং এগুলোর সাংস্কৃতিক ও বিজ্ঞানী মূল্য অপরিসীম।
এই কারণে, এসব প্রাণী জাপানি আইন অনুযায়ী সুরক্ষিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct