নিজস্ব প্রতিবেদক , কোচবিহার, আপনজন: জলের স্রোতে ভেসে গেল কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটের সাঁকো। যার ফলে এখন দীর্ঘ ঘুর পথে কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে কোচবিহার দক্ষিণ-পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকার মানুষের।
ফাঁসিরঘাট কর্তৃপক্ষ আজ সারাদিন প্রচেষ্টা চালিয়েছে যাতায়াত সচল রাখতে।
কিন্তু তোর্সায় জলস্তর বাড়তে থাকায় বিকেল তিনটার পর ঘাট কতৃপক্ষের তরফে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এর পরে এক সময় তোর্সার জলের তোড়ে ভেসে যায় পারাপারের জন্য অস্থায়ী বাঁশের সাঁকো।
এই ঘাটে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিন ধরে। এর জন্য আন্দোলনও চলমান। ভোটের সময় নির্বাচনী প্রতিশ্রুতি হয় কিন্তু ভোট পেরোলেই প্রতিশ্রুতি যেন কোথায় হারিয়ে যায়।
ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী জানান, সাঁকো ভেঙে যাওয়া দুঃখজনক ঘটনা, কারণ অস্থায়ী বাসের সাঁকো দিয়ে মানুষ সহজেই কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতো, কিন্তু সে ব্যবস্থা আর রইল না। বর্ষার সময় দীর্ঘ ঘুর পথে সাধারণ মানুষকে এখন কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে। তাই আমরা চাই ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু নির্মাণ হোক। রাজ্য ও কেন্দ্র সরকার উভয়ের কাছে আবেদন এখানে একটি সড়ক সেতু অবিলম্বে তৈরি করে দেওয়া হোক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct