আপনজন ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। মস্কোর আগে বালাশিখা শহরে শুক্রবার এই হামলায় মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মস্কালিক রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি প্রধান ছিলেন। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে। এটি রুশ সামরিক অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো একাধিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। মেজর জেনারেল মস্কালিক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের নরম্যান্ডি ফরম্যাট বৈঠকে তিনি রাশিয়ান প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তি বাস্তবায়ন তদারকি করা। ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের পাশাপাশি মস্কালিক সেনাবাহিনীর জেনারেল স্টাফের পক্ষে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন। রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রের বরাতে সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, পার্ক করা একটি গাড়িতে বোমা পুঁতে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা মস্কালিক সেখানে হেঁটে যাওয়ার সময় দূর থেকে বোমাটি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।
ইজভেস্তিয়া পত্রিকা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে পার্ক করা গাড়ির পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এরপরই বিস্ফোরণে গাড়ির টুকরো কয়েক মিটার উঁচুতে উঠে যায়।
কমারসেন্ট পত্রিকার খবরে বলা হয়েছে, এই হামলায় আরো একজন নিহত হয়েছেন।
হামলাটি স্থানীয় সময় গতকাল শুক্রবার সংঘটিত হয়। বিস্ফোরণের বিষয়ে এখনো ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে গত তিন বছরে সামরিক কর্মকর্তা এবং ক্রেমলিনপন্থী বিশিষ্ট ব্যক্তিদের ওপর চালানো অন্যান্য হামলার ধাঁচেই এই বিস্ফোরণটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘এই হত্যাকাণ্ডে ইউক্রেনের বিশেষ বাহিনীর সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে।’ তিনি আরো বলেন, যদি ইউক্রেনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়, তবে এটি কিয়েভের বর্বরতার পরিচয় হবে এবং যুদ্ধবিরতির আলোচনাকে বানচাল করার জন্য ইউক্রেনের উসকানিমূলক হামলার ইঙ্গিত দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct