আপনজন ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো অনেকেই। দেশটির পুলিশের বরাত দিয়ে শনিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সোনা জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের পাঁচ হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া হামলার সময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী সোমালিয়ার স্থানীয় গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অতীতে অসংখ্যবার একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে; যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।
এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে লিডো সমুদ্র সৈকতে অনেকের মরদেহ পড়ে আছে। এসময় অনেক লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct