নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: এক লক্ষ টাকার জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। সামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মন্ডল। তাদের মধ্যে আরসাদের বাড়ি ঝাড়খন্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মন্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায়। ধৃতদের কাছ থেকে সবকটি ৫০০ টাকার নোটে মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মালদার দিক থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়ার পথেই সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকায় গ্রেফতার করা হয় তাদের। আগামী ২০ নভেম্বর ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশের ব্যাপক তৎপরতায় জালনোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এদিকে জালনোট উদ্ধার ঘটনায় ধৃতদের শনিবার জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয়। জালনোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct