শ্রদ্ধেয় নজরুল
আসগার আলি মণ্ডল
সাম্যের বাণী ছড়িয়ে দিয়ে
বাজিয়ে অগ্নিবীনা
দূর্বল প্রাণে এনেছে শক্তি
চওড়া করেছে শিনা।
কবিতা গানে ছন্দ-সুরে
বিদ্রোহীর ছবি আঁকা
দু’হাত ভরে দিয়েই গেছেন
শুধু,প্রাপ্তির ঘর ফাঁকা।
মাটে-ঘাটে ক্ষেত খামারেতে
ফুটিয়েছেন ঝিঁয়া ফুল
তারুণ্যের শক্তি বিদ্রোহী কবি
শ্রদ্ধেয় নজরুল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct