আপনজন ডেস্ক: বাইক থেকে পড়ে গিয়ে কনকাশনে (মাথায় আঘাতজনিত সমস্যা) পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। আগামী বৃহস্পতিবার শুরু ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ফাইনালে তাই খেলতে পারবেন না ওয়েস্ট অস্ট্রেলিয়ার এই ওপেনার।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার এ দুর্ঘটনা ঘটে। এমনিতে নিয়মিত সাইকেল চালান ব্যানক্রফট। তাঁর ছিটকে যাওয়া ওয়েস্ট অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওয়াকার ফাইনালে নামছে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে। তাদের প্রতিপক্ষ তাসমানিয়া। এ মৌসুমে দলটির হয়ে সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যানক্রফট। ৪৮.৬২ গড়ে তিনি করেছেন ৭৭৮ রান। অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে তাঁর ওপেনিং জুটিও দারুণ ফর্মে ছিল এবার।ব্যানক্রফটের বদলে এখন ওপেনিংয়ে আসতে পারেন ডার্সি শর্ট বা টিগ ওয়াইলি। জেইডেন গুডউইনকেও এ ভূমিকায় পাঠাতে পারে তারা।বল টেম্পারিংয়ের দায়ে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে নিষিদ্ধ হওয়া ব্যানক্রফট সম্প্রতি আবার আলোচনায় আসেন অস্ট্রেলিয়া দলে ফেরার সম্ভাবনা দিয়ে। ওয়ার্নার অবসরে যাওয়ার পর তাঁর জায়গা নেওয়ার ক্ষেত্রে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।শুধু এ মৌসুম নয়, কয়েক মৌসুম ধরেই শেফিল্ড শিল্ডে বেশ ধারাবাহিক ব্যানক্রফট। তবে শেষ পর্যন্ত তাঁকে ডাকেনি অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে খেলানো হচ্ছে স্টিভেন স্মিথকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct