নিজস্ব প্রতিবেদক, ময়না, আপনজন: শাসকদল তৃণমূলের পার্টি অফিসে দুষ্কৃতীদের হামলা। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের মধুর কুয়ারানা গ্রামে ঘটেছে এই ঘটনা। তৃণমূলের পার্টি অফিসে গতকাল রাতে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলায় অফিসের আসবাবপত্র, মুখ্যমন্ত্রীর ছবি সহ বহু জিনিসপত্র ভেঙে তছনছ করা হয়েছে বলে অভিযোগ শাসক শিবিরের শুক্রবার ক্ষতিগ্রস্ত পার্টি অফিস দেখে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।এদিন ওই এলাকায় নির্বাচনী প্রচার সারেন দেবাংশু। জানা গিয়েছে,বাকচায় তাঁকে ঘিরে জনজোয়ার নামে। তিনি সন্ত্রাসকে উপেক্ষা করে স্থানীয়দের রুখে দাঁড়ানোর ডাকও দেন।প্রচারে বেরিয়ে কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর গাড়ি ঘিরে কর্মীদের একাংশ প্রশ্ন ছুড়ে দিলেন,’’বাড়ি ফিরতে পারব তো?’’ তমলুকের ময়না বিধানসভা এলাকায়। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টার ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। অন্য দিকে,দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই। শুক্রবার ময়নায় নির্বাচনী প্রচারে যান দেবাংশু। তার আগে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না।জিনা গ্রাম পঞ্চায়েতে পতাকা লাগানোকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা বাধে তৃণমূল এবং বিজেপির।পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আসতে হয়।রাত ১১টা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিজেপির কয়েক জন। এমনই অভিযোগ করেন তৃণমূলের কর্মীরা। শুক্রবার সেই কার্যালয়েই উপস্থিত হন দেবাংশু। তখন দলীয় কার্যালয়ে ভাঙচুরের কথা দেবাংশুকে জানান তৃণমূল নেতৃত্ব। তাঁদের আঙুল উত্তম সিংহ ও চন্দন মণ্ডল নামে দুই বিজেপি নেতার বিরুদ্ধে। পাশাপাশি, ময়নায় দেবাংশু পৌঁছনোর আগে তাঁর নামে যে পোস্টার লাগিয়েছিলেন তৃণমূল কর্মীরা,সেই পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বিজেপির ভয়ে তাঁরা গ্রামে প্রবেশ করতে পারছেন না। গাড়ি থেকে দেবাংশু তাদের বার বার আশ্বস্ত করে বলতে শোনা যায়, বিজেপি দখলীকৃত বাকচার কী হাল দেখুন। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct