নিজস্ব প্রতিবেদক, গলসি, আপনজন: জামা কাপড় গহনা সহ একটি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন পূর্ব বর্ধমানের গলসির ‘আপনজন’ সাংবাদিক আজিজুর রহমান। তার এমন কাজে আবারও মানবিকতার ছবি ফুঁটে উঠল। এর আগেও তিনি টাকা সহ একটি মানিব্যাগ থানা মারফৎ ফিরিয়ে দিয়েছিলেন। আজিজুর জানাই, এদিন এগারোটা নাগাদ সে বুদবুদ থেকে বর্ধমান অভিমুখে গলিগ্রামে ফেরার সময় ব্যাগটি কুড়িয়ে পান। এরপরই গলসি ওসি সুদীপ্ত মুখার্জ্জী কে জানাই। তিনি ও তার টিম ততপরতার সাথে বিভিন্ন জায়গায় খবর দিলে সেই ব্যাগ ফেরত নিতে আসেন ব্যাগের মালিক। এরপরই উপযুক্ত প্রমান নিয়ে পুলিশ ব্যাগের মালিককে ব্যাগটি ফেরত দেয়। জানাগেছে, ব্যাগের ভিতরে দুটি ব্যাগ সহ বেশকিছু গহনা ও জামাকাপড় ছিল। তবে গহনা পরিমান ও পরীক্ষা করতে স্বর্ণকার থানায় এলে পুলিশ জানতে পারে গহনা গুলি হুবহু সোনার মতো দেখতে হলেও সেগুলি আসলেই সোনার নয়। তবুও এলাকার ছেলে এমন কাজের প্রশংসা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ। তিনি বলেন, গলসিতে এই রকম অনেক মানুষ আছে যারা আমাদের গলসিকে গর্বিত করেছে। এতে আমাদের গলসির সুনাম বেড়েছে। গলসি পুলিশও ততপরতার সাথে কাজ করেছে। তাদের ধন্যবাদ জানাই। সাংবাদিক সফিকুল ইসলাম বলেন, আজকে দিনে কেউ কিছু কুড়িয়ে পেলে তা আত্মগত করে নেয়। তবে আজিজুর মহতী কাজ করেছে। এমন একজন সহকর্মী আমাদের গর্ব। ব্যাগের মালিক পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা সন্যাসী লোহার জানিয়েছেন, তিনি মোটর বাইকে করে গলসির জুজুটিতে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যাগটি মোটর সাইকেল থেকে পড়ে যায়। তবে তার ব্যাগে থানা গহনা সোনার নয়। ব্যাগটি ফেরত পেয়ে তিনি গলসি থানার পুলিশ ও আজিজুরকে ধন্যবাদ জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct