দেশ আজ মরুভূমি
তাসলিমা খাতুন
মানুষের মাঝে মনুষ্যত্ব নেই
দেশ আজ মরুভূমি,
ভাই ভাইকে হত্যা করে
এ কেমন রাহাজানি ?
শিক্ষার হার বেড়ে চলেছে
মানবিকতার নয়,
তাই তো মা আজ বৃদ্ধাশ্রমে
বাড়িতে কেন নয় ?
খিদের কষ্টে যে রুটি চুরি করে
তাকে বেঁধরম মারে সবাই,
ধনীরা গরীবের ধণ লুটে খাচ্ছে প্রতিদিন
কেন তাদের বিচার নাই ?
বলতে পারো ? যে ধর্মের কথা
বলে মাতামাতি করে,
সে কেন ভিন্ন ধর্মগ্রন্থ
আগুনে পুড়িয়ে মারে ?
ক্রন্দনরত মাতৃভূমি আজ
দীর্ঘশ্বাস ছেড়ে বলে --
ছিয়াত্তর বছর আগে ক্ষুদিরাম, বাঘা
প্রাণ দিয়েছিল কেন তবে ?
এই দিনই যদি দেখতে হবে
আমার এ সংসারে
পরাধীনতা আর স্বাধীনতার মাঝে
পার্থক্য কোথায় রবে ?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct