সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: এবার জিআই স্বীকৃতি পেত চলেছে সিমলাপালের পুখুরিয়া গ্রামের কাঁসার বাটি, বাঁকুড়া জেলার দক্ষিনে সিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের পুখুরিয়া গ্রাম গ্রামের বেশীরভাগ কর্মকার সম্প্রদায়ের বসবাস। আর কর্মকার থাকা মানেই কামারশালা এখানের কামারশালাটা একটু অন্যরকম এখনে রাং ও তামার মিশনে কাঁসার বাটি তৈরি করা হয়। তাও আবার পিটিয়ে এই বাটি ৮০০ গ্রাম থেকে ৩৫ কেজি পর্যন্ত এখনো পর্যন্ত হয়েছে এই গ্রামে। কেজি প্রতি ১৬০০ থেকে১৭০০ টাকা পড়ে। ৮৫ টার মতো কমারশালা বা ইউনিট রয়েছে এই গ্রামে, এই জামবাটি ভারতের বাজারে সেরকমভাবে বিক্রি না হলেও বিদেশের বাজারে কদর রয়েছে। জানাযায় বিদেশে এই জামবাটি গুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে তাই এর কদর অনেক বেশি। ঘর সাজানো কাজে ব্যবহার করা হয় এই কাঁসার বাটি অস্ট্রেলিয়া, জার্মান, নেপাল, ফ্রান্স, ইতালি ইউরোপ কান্ট্রি গুলিতে এর কদর বেশি। এছাড়াও কলকাতা ও দিল্লিতে এর সাউন্ড থেরাপি শুরু হয়েছে বলেই জানা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct