স্নেহ দিয়ে
কোমল দাস
দাদুর কাছে খোকন সোনা শুধায় বারেবারে
এই শিশুরা এত রাতে কেন পথের ধারে?
আমরা তো আজ গিয়েছিলাম বিয়ের দাওয়াত খেতে
হচ্ছে যে রাত সেই কারণেই বাড়ি ফিরে যেতে।
কিন্তু দাদু পথের পাশের ওই শিশুরা কারা
এত রাতে কেন ওরা এমন বাঁধনহারা?
ছোট্ট শিশু এত রাতে কেনো পথের পাশে?
কও না ওদের বাড়ি যেতে, বিপদ যদি আসে!
মলিন মুখে দাদু বলেন ওরা কপাল পোড়া
নেই যে কোন বাড়ি ওদের পথশিশু ওরা,
সকল সময় সবাই ওদের সুনজরে দেখো
পারো যদি এই শিশুদের স্নেহ দিয়ে রেখো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct