নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: নাবাবিয়া মিশন মিশনে মোটিভেশন ক্লাস ও ইউপিএসসির প্রস্তুতি প্রতিমাসের মতো এ মাসে মিশনে দুদিন থেকে ছাত্রছাত্রীদের আলাদা আলাদা ভাবে ক্লাস নিলেন প্রাক্তন ডিআইজিআই পি এস জাহিদুর রহমান। এ বিষয়ে মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর জানান , এই ধরনের উদ্যোগ আমাদের বিগত ১০ বছর ধরে চলছে এবং আমরা সাফল্য পেয়েছি। নাবাবিয়া মিশনের পড়ুয়অদের নিয়ে তিনি আরো জানান সিভিল সার্ভিসে মিশনের যে ছাত্র ছাত্রী কোচিং নেবে তাদের জন্য স্কলারশিপ ব্যবস্থা করেছেন শিক্ষাবিদ শিল্পপতি মোস্তাক হোসেন। মোস্তাক হোসেনর আব্বা মায়ের নামে জিডি স্কলারশিপ এবং মিশনের সম্পাদক মহাশয়ের পিতার নামে মরহুম আলহাজ্ব ফজলুর রহমান স্মৃতি উদ্দেশ্যে স্কলারশিপ দেওয়া হবে বলে নাবাবিয়া মিশনের তরফে জানায়ো হযেছে। এই বৃত্তি প্রদান শুরু হবে ২০২৪ এপ্রিল মাস থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct