মনিরুজ্জামান, কলকাতা: হিন্দি সিনেমার পরিচালক রাধাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ সিনেমায় স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত বাঙালি কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটি ব্যবহার করেছেন।সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার জয়ী এ আর রহমান। সঙ্গীতটির মূল সুর বদলে দিয়ে এ আর রহমান নিজের মতো করে সুরারোপ করেছেন এই সিনেমায়। এইভাবে সুর বিকৃত করায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।এই ছবি রিলিজের পর থেকেই রহমানকে নিয়ে সমালোচনার অন্ত নেই।যাঁর একটা সুরারোপ ঘিরে এত বিতর্ক এত নিন্দা, সেই রহমান কেন এখনও নির্বাক? প্রশ্ন তুলেছেন শিল্পীমহলের একাংশ।
এই বিতর্কের মাঝে বিরোধিতায় ময়দানে নেমে পড়ল হেরিটেজ বেঙ্গল। সংগঠনের কর্মকর্তা তথা রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায়ের নির্দেশে সোমবার নজরুল মঞ্চে নজরুল মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এদিনের এই কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পার্থ চন্দ, কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, কলকাতা পুরসভার কাউন্সিলর মৌসুমী দাস, গায়ক গিরীন চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct