এম মেহেদী সানি, মছলন্দপুর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর বয়েজ ক্লাবের ৪৮ তম শ্যামা পুজের উদ্বোধন করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ জানা গিয়েছে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা অজিত সাহার তত্ত্বাবধানে আয়োজিত ওই শ্যামা পুজোয় প্রতি বছর দীর্ঘ এক যুগ ধরে উদ্বোধন করে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে বিজেপির চক্রান্তের অভিযোগ তুলে, এদিন পুজো উদ্বোধনে এসে তৃণমূল নেতৃত্বরা জ্যোতিপ্রিয়র মুক্তি এবং সুস্থতা কামনা করেন ৷ নারায়ণ গোস্বামী ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক বিশ্বজিৎ দাস, গোবরডাঙ্গার পৌরপ্রধান শংকর দত্ত, হাবড়ার পৌরপ্রধান নারায়ণ সাহা, হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, নরোত্তম বিশ্বাস, নিরুপম রায় প্রমুখ ৷ উদ্বোধক নারায়ণ গোস্বামী এ দিন বক্তব্য রাখতে গিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতির উদাহরণ তুলে ধরে অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ৷ বিধায়ক ও তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস শান্তি, সম্প্রীতি, সংহতির পক্ষে বক্তব্য রাখেন ৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিত সাহা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তুলে ধরে বলেন, ‘তাঁর অনুপস্থিতি আমাদের বেদনা দিয়েছে, তিনি চক্রান্তের শিকার হয়েছেন, তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct