আপনজন ডেস্ক: বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর অতিরিক্ত শুল্কারোপের অভিযোগ তুলে এমন হুমকি দেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেন, পানামা খালে আমাদের নৌবাহিনী ও বাণিজ্য থেকে অবিবেচকভাবে শুল্ক গ্রহণ করা হয়েছে। তারা আমাদের উপর যে শুল্কারোপ করেছে, তা নিতান্তই হাস্যকর। বিশেষ করে তারা যখন জানে যে যুক্তরাষ্ট্র পানামাকে কতটা উদারভাবে সহায়তা করছে। এটা অন্যদের সুবিধার জন্য দেয়া হয়নি। বরং দেয়া হয়েছে আমাদের ও পানামার মধ্যে যে সহযোগিতা রয়েছে, তার নিদর্শন হিসেবে।’
এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, পানামা খাল ‘ভুল হাতে’ পড়ুক, সেটা তিনি হতে দেবেন না। এই খালের ওপর চীনের কোনো প্রভাব থাকুক, তিনি সম্ভবত ওই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
ওই পোস্টে তিনি বলেন, চীনের অবশ্যই পানামা খাল ব্যবস্থাপনা করা উচিত হবে না।
উল্লেখ্য, একটি স্বাধীন দেশকে তাঁর ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে তাগাদা দেয়ার নজির প্রথম ট্রাম্পই স্থাপন করলেন। ল্যাটিন আমেরিকার দেশ পানামা যুক্তরাষ্ট্রের একটি মিত্ররাষ্ট্র। তবে মার্কিন কূটনীতির ধারা যে ট্রাম্পের অধীন পরিবর্তিত হতে চলেছে, তার এই পোস্ট সেটিও প্রকাশ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct