আপনজন ডেস্ক: এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রবিবার জানিয়েছেন, কংগ্রেস ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা কালেক্টরেটদের কাছে বাবাসাহেব আম্বেদকর সম্মান পদযাত্রার আয়োজন করবে।
রাজ্যসভায় সংবিধান বিতর্কে আম্বেদকরকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বেণুগোপাল জানিয়েছেন, অমিত শাহের পদত্যাগ চেয়ে জেলা কালেক্টরদের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জমা দেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, শাহের মন্তব্য আম্বেদকরকে ছোট করেছে এবং সাংবিধানিক মূল্যবোধকে তুলে ধরার লোকদের গভীরভাবে আঘাত করেছে। তা সত্ত্বেও অমিত শাহ, প্রধানমন্ত্রী বা বিজেপি কেউই দুঃখ প্রকাশ করেনি। পরিবর্তে, তারা উস্কানিমূলকভাবে তাদের অবস্থানকে রক্ষা করেছে এবং আম্বেদকরের ভাবমূর্তিকে জর্জ সোরোসের সাথে প্রতিস্থাপন করেছে, আম্বেদকরকে আরও অসম্মান করেছে।
তিনি বিজেপির বিরুদ্ধে বিরোধী নেতাদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ এবং সংসদের কার্যক্রম ব্যাহত করার বিরুদ্ধে মামলা দায়ের করার অভিযোগ করেছিলেন।
তিনি আরও বলেন, অমিত শাহের মন্তব্য আরএসএস এবং বিজেপির মানসিকতার প্রতিফলন, সংবিধানের অতীতের সমালোচনাকে “ভারতীয় নয়” বলে উল্লেখ করে। কোনও কংগ্রেস সাংসদ যদি এমন মন্তব্য করতেন, তা হলে তাঁরা কি এখনও নিজের পদে বহাল থাকতেন? প্রশ্ন তুললেন বেণুগোপাল।
কর্পোরেট মদদপুষ্ট সংবাদমাধ্যম বিষয়টি চেপে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
২৬ ও ২৭ ডিসেম্বর কর্ণাটকের বেলাগাভিতে মহাত্মা গান্ধীর কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের কথা ঘোষণা করেন এআইসিসি-র সাধারণ সম্পাদক বেণুগোপাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct